রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।
রোববার বিকালে রাজারহাট বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তাইজুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির গ্রামের মৃত নুর ইসলামের পুত্র।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের নাশকতা মামলায় তাইজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইএইচ