ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৮:৫৪ পিএম
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে শহরের ভাষা শহিদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সোনাগাজী উপজেলা দলকে ৫ উইকেটে হারিয়ে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা যুব উন্নয়নের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার ও জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।

খেলায় সোনাগাজী উপজেলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪৭ রান সংগ্রহ করে। ৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোনাগাজীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে ছাগলনাইয়া দল জয় পায়।

ছাগলনাইয়া উপজেলা দলের টিটুকে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

ইএইচ