ফেনী সীমান্তে আফ্রিকান নারী আটক

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১২:০৪ পিএম
ফেনী সীমান্তে আফ্রিকান নারী আটক

ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে এবার এক আফ্রিকান নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল।

সোমবার ভোরে তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার গভীর রাতে পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর থেকে এসলাম (২৬) নামে ওই সুদানী নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক করা হয়।

একই এলাকা থেকে গত ৭ নভেম্বর এক ইথিওপিয়ান ও ২৯ ডিসেম্বের আরেক নাইজেরিয়ানকে আটক করে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আফ্রিকার নাগরিক এসলামকে (মোবাইল নং-০০২৪৯৯১৩২৭৭৭১৬, স্বামী- মোহাম্মদ হামদ, পিতা- আবদেল রহিম, কার্টম বেরি, সুদান) বিজিবির টহল দল আটক করে।

এ সময় তার কাছে একটি মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার, ভারতীয় একটি ১০ ও একটি ২০ রুপি এবং ব্যবহৃত কাপড়সহ ২টি ব্যাগ জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, জব্দকৃত মালামালসহ তাকে সোমবার সকালে পরশুরাম স্থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনীস্থ ফোর বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ইএইচ