শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের শান্তিবাগ এলাকায় উপজেলা বিএনপি আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর বাসায় শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন তাজু, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, উপজেলা বিএনপি নেতা মকসুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোছাব্বির আলী মুন্না, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ