কোনাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

কোনবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০১:৪৫ পিএম
কোনাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুর সিটি মহানগরের কোনাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

কোনাবাড়ী থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার বিকাল পৌনে ৩টার দিকে মহানগরীর জয়েরটেক পশ্চিমপাড়া এলাকা থেকে তিনজন এবং রাত পৌনে ১২টার সময় আমবাগ তেঁতুল তোলা মোড় থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আলীম (৩৪), একই জেলার জয়দেবপুর থানার নয়াপাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে আমিনুল ইসলাম, ঢাকা জেলার সাভার থানার সামার গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. কায়সার আহম্মেদ (৩৪) এবং কিশোরগঞ্জ জেলার তারাইল থানার পংপাচিয়া গ্রামের মৃত রঙ্গু ভুঁইয়ার ছেলে শ্রাবণ আহম্মেদ।

পুলিশ জানায়, তারা কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ