তারুণ্যের উৎসব উপলক্ষে ক্লিন নাজিরপুর বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

জ্যোতিষ চন্দ্র হালদার, নাজিরপুর (পিরোজপুর) প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৪:৪৩ পিএম
তারুণ্যের উৎসব উপলক্ষে ক্লিন নাজিরপুর বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

‍‍`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍`- এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূন্যতার প্রচার করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২০ জানুয়ারি) সকালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ অভিযানে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, উপজেলা প্রকৌশলী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ইয়াহিয়া খান, উপজেলা বিএনপি যুগ্ম

আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ তাওহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মিজান শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

এ সময় তারা বিভিন্ন স্থান থেকে ময়লা কুড়িয়ে ‍‍`এনে জমা করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

আরএস