ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত হলো শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসা

সাইদুর রহমান, মিরপুর (কু্ষ্টিয়া) প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৪:৫২ পিএম
ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত হলো শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসা

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত হলো কুষ্টিয়ার মিরপুরের শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসা।বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব।

সোমবার (২০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে জমে উঠেছিল এ উৎসব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সুপার  শাহিনুল ইসলামসহ স্কুলের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২০টি স্টলে দেশীয় বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন। ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে ছিল ভাপা, চিতই, ঝাল পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, গোলাপ পিঠা, নারকেল পিঠা, দুধ চিতই, নকশি পিঠা,জামাই পিঠাসহ আরও নানা মুখরোচক পিঠা।

শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি করা পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। স্টলে সাজানো বাহারি রকমের পিঠা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে স্টল ঘুরে পিঠার স্বাদ গ্রহণ করেন এবং নতুন নতুন পিঠা সম্পর্কে জানতে পারেন।

এ বিষয়ে অভিভাবক জান্নাতুল ফেরদৌস বলেন, “এই ধরনের উৎসব শহরের ব্যস্ত জীবনে গ্রামীণ পিঠার স্বাদ ফিরিয়ে আনে। আমাদের সন্তানদের বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর জন্য এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।”

সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, “এতো রকমের পিঠা একসঙ্গে আগে কখনো দেখিনি। সহপাঠীদের সঙ্গে আনন্দ করছি এবং পিঠা খাচ্ছি।”

সাবেক এক শিক্ষার্থী বলেন, “পিঠা উৎসব আমাদের ঐতিহ্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এরকম আয়োজন আরও বেশি হওয়া উচিত।”

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পিঠা উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং গ্রামীণ ঐতিহ্যকে স্মরণ করানো।

পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ আর উৎসবের মিলনমেলা। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আরএস