নওগাঁর ধামইরহাটে বিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগে মো. সজিব হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত রবিবার রাতে ওই নারী বাদি হয়ে থানায় ধর্ষণেন অভিযোগ দায়ের করলে ওই রাতেই উপজেলার নানাইচ এলাকা থেকে আসামিকে আটক করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি উপজেলার আমাইতাড়া এলাকার রাজমিস্ত্রি রুবেল হোসেনের বিবাহিত স্ত্রী সাথি আক্তার নুরী (২১) কে ফার্শিপাড়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায় সজিব হোসেন। পরে কৌশলে খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত সজিব হোসেন সাথি আক্তারকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে সাথি আক্তার নুরী বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন মামলা নং ১৪, তারিখ ২০/১/২৫ ইং। ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আরএস