ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার(২০জানুয়ারি) দুপুর ১ টার দিকে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পুরাতন কোলা মাঝের পাড়ার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সামিউল ইসলাম উপজেলার কোলা গ্রামের সেলিম রেজার ছেলে।
স্থানীয় প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু সামিউল বাড়ি থেকে খেলা করে রাস্তা পারাপারের সময় একটি আলমসাধু গাড়ি তাকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরএস