বাঁচার আকুতি বিরল রোগে আক্রান্ত আলামিনের

শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৭:০০ পিএম
বাঁচার আকুতি বিরল রোগে আক্রান্ত আলামিনের

হাঁটতে না পারায় হুইলচেয়ার আর বিছানা নিত্যদিনের সঙ্গী ২৬ বছর বয়সী যুবক আলামিনের। দিনের পর দিন এভাবে অসহায় অবস্থায় চলছে তার জীবন। 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের আব্দুল মান্নান সরকারে ছেলে মো. আলামিন। শৈশবের সহপাঠীদের সাথে খেলাধুলা ও স্কুলে যাওয়ার কথা থাকলেও মাত্র ৫ বছর বয়সে জীবিকার তাগিদে চলে যায় ঢাকায়। এরপর হঠাই আট বছর আগে অসুস্থ হয়ে পড়েন আলামিন। পরীক্ষা নিরীক্ষায় ধরা পরে মেরুদণ্ডের জটিল সমস্যা।  খুড়িয়ে খুড়িয়ে চিকিৎসা চললেও টাকার অভাবে এখন চিকিৎসা বন্ধ। যার ফলে এখন মেরুদণ্ড নষ্ট হওয়ার পথে। এই রোগে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় আলামিনের পরিবারের পক্ষে।  

ডাক্তার বলেছে আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ চিকিৎসা না করলে এই জটিল রোগ ভয়াবহ আকার ধারণ করবে। এই চিকিৎসার জন্য তার ৪ লক্ষ টাকা খরচ হবে।

এদিকে সহপাঠীদের মত সাধারণ জীবন কাটাতে চাই আলামিন। সে বাঁচার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সবার সহযোগিতা পেলে স্বাভাবিক জীবন ফিরে পাবে বলে আশা তার।

সমাজের বিত্তবানরা এগিয়ে এলে চিকিৎসার মাধ্যমে মাধ্যমে আলামিন আবারো সুস্থ হয়ে উঠবে বলে আশা স্বজন ও এলাকাবাসীর।  

আরএস