রাজবাড়ীতে মেডিকেলে ভর্তি কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৮:১৬ পিএম
রাজবাড়ীতে মেডিকেলে ভর্তি কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ীতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমাবার দুপুর ১২টায় রাজবাড়ী শহরের বড়পুল থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

বিক্ষোভটি বড়পুল থেকে প্রেসক্লাব হয়ে রাজবাড়ীর শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ করে। পরে  সেখানে সমাবেশে রাজবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থী রাজিব মোল্লা, শিক্ষার্থী সাইমুন, মীর মাহমুদ সুজন, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম, মেহজান মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, মো. সজিবুল ইসলাম সজিব ও মাহাদি রাকিবুল হাসান বক্তৃতা করেন।  

এ সময় বক্তারা বলেন, ভর্তি পরীক্ষায় যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে, সেখানে কোটা পদ্ধতি মেনে রেজাল্ট হয়েছে। এ কোটার কারণে অনেক অযোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন। কোটার জন্য হাজার হাজার মানুষের রক্ত ও প্রাণ ঝড়েছে। রক্তের সাথে বেঈমানি করে কোটাপ্রথা মেনে রেজাল্ট প্রদান করা হয়েছে। দ্রুত এ কোটা প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্তির দাবি করেন। কোটা প্রথা বিলুপ্ত না করলে চরম মূল্য দিতে হবে।

আরএস