অভয়নগরে রিকশা ভ্যান শ্রমিক সমাবেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৮:১৮ পিএম
অভয়নগরে রিকশা ভ্যান শ্রমিক সমাবেশ

যশোরের অভয়নগরে চাঁদাবাজি বন্ধ, ন্যায্য ভাড়া, স্থায়ী স্ট্যান্ড, ব্যাটারি চালিত রিকশা ভ্যান উচ্ছেদ বন্ধ, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি রোধ, ভ্যান রিকশা শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য পূর্ণাঙ্গ রেশনিং চালু ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার বিকালে নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজিউর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাসসহ অন্যান্যরা। 

আরএস