তজুমদ্দিনে আব্বাস বাহিনীর প্রধান আব্বাস ডাকাত গ্রেপ্তার

মো. ইলিয়াস সানি তজুমদ্দিন(ভোলা) প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১২:০৮ পিএম
তজুমদ্দিনে আব্বাস বাহিনীর প্রধান আব্বাস ডাকাত গ্রেপ্তার

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে র‍্যাব।

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতোমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি (সোমবার) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীনস্থ র‍্যাব ক্যাম্প, ভোলা এর একটি অভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে আলোচিত এবং দুর্ধর্ষ আব্বাস বাহিনীর প্রধান মো. আব্বাস ওরফে আব্বাস ডাকাত (৩৫)কে

ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর সাকিনস্থ মুচি বাড়ির কোন হতে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।

উল্লিখিত গ্রেফতার আসামি মো. আব্বাস ওরফে আব্বাস ডাকাত (৩৫) এর বিরুদ্ধে ভোলা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মনুষ্য হরণ বা অপহরণ, বিষাক্ত দ্রব্য ব্যবহারের মাধ্যমে চুরি, সরকারি কর্মকর্তাকে তাহার কর্তব্য কাজে বাধাদানপূর্বক আঘাত করাসহ বিভিন্ন মারামারির ঘটনায় মোট ১০টি মামলা রয়েছে।

উল্লিখিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য তজুমদ্দিন অফিসার ইনচার্জ এর  কাছে হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ