ফেনীতে বন্ধুর বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:০১ পিএম
ফেনীতে বন্ধুর বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন বাংলাদেশের ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

‘আস্থা, বিশ্বাস ও ভালোবাসার অপর নাম বন্ধুত্ব’ এ স্লোগানে সোমবার রাতে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দের বন্ধুর বন্ধনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সংগঠক নাজমুল করিম ভুঁইয়া সুমন।

সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাহের উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন ও স্টার লাইন গ্রæপের পরিচালক মাইন উদ্দিন।

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন- সংগঠক নুরুল আবছার টিটু, জালাল উদ্দিন বাবলু, আনিসুর রহমান, শেখ ফেরদৌস আনোয়ার মজনু, সেফায়েত উল্যাহ, বন্ধুর বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

ইএইচ