সুবিধাভোগীদের সমস্যা ও উত্তরণ শীর্ষক সেমিনার

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:০৭ পিএম
সুবিধাভোগীদের সমস্যা ও উত্তরণ শীর্ষক সেমিনার

সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যাসমূহ উত্তরণে করণীয় নিয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত উপপরিচালক শফিকুল ইসলাম পাইকাড়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।

সেমিনারে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা না পাওয়া, সুবিধাভোগীদের জন্য স্পেশাল মোবাইল সিম প্রদান, অ্যাপসের মাধ্যমে সুবিধাভোগীর লাইভ ভেরিফিকেশন করার ব্যবস্থা, পর্যাপ্ত বরাদ্দ প্রদানসহ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সেগুলো থেকে উত্তরণের ব্যাপারে আলোচনা করা হয়।

এছাড়াও সেমিনারের তুলে ধরা হয়, সরকারের ২৩টি মন্ত্রণালয়ের অধীন মোট ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ৫০টি কর্মসূচি পরিচালনা করছে।

কুড়িগ্রাম শহর সমাজসেবার আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বয়স্ক ভাতা- ২৯৩১ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা- ৭০৩ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা-১৮০৯ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক/বিশেষ ভাতা-৫৭ জন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি- ১৩ জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি-২৭ জনসহ ৫৫৪০ জন সুবিধা পাচ্ছেন।

ইএইচ