সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:২৪ পিএম
সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামান নামের এক বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ও রিচার্জের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১টার দিকে নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেটের পশ্চিমে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেট–সংলগ্ন কাসেম আলী মসজিদের পাশে ভুক্তভোগী জামানের বিসমিল্লাহ টেলিকম। গত রাতে দোকান বন্ধ করার সময় এক ছিনতাইকারী এসে তাকে আঘাত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। ভুক্তভোগীর টাকার সঙ্গে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে, সেগুলো ট্র্যাকিং করার চেষ্টা চলছে।’

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী জামান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে৷

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

ইএইচ