দেবহাটায় শিক্ষাসামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:৩৩ পিএম
দেবহাটায় শিক্ষাসামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

মঙ্গলবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা-কলম, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ, ছাতা, বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ১০ জন অসহায় নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

ইএইচ