গোসাইরহাটে সমলয় চাষাবাদ প্রদর্শনী

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৪৫ পিএম
গোসাইরহাটে সমলয় চাষাবাদ প্রদর্শনী

বিগত বছরে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করে কৃষকরা ৫০ একর জমিতে প্রায় ৪০০ মন ধান বেশি উৎপাদন করতে পেরেছিল। এ বছরও কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে একই সময়ে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ, হার্ভেষ্টর যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন, মাড়াই ও ঝাড়াইয়ের বন্দোবস্ত করেছে কৃষি বিভাগ।

মঙ্গলবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের ঘাটাখান গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গোসাইরহাট উপজেলায় ৫০ একর জমিতে সমলয় প্রদর্শনী বাস্তবায়ন করা হয়।

ওই প্রদর্শনীর আওতায় ৬৫ জন কৃষকের জমিতে একই সময়ে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ, কম্বাইন্ড হার্ভেষ্টর যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন, মাড়াই ও ঝাড়াইয়ের বন্দোবস্ত করা হয়। এতে বিগত বছরের তুলনায় ৫০ একর জমি থেকে প্রায় ৪০০ মন বেশি ধান উৎপাদন হয়েছিল। এতে ওই ব্লকের কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে একটি ধান রোপণ যন্ত্র ক্রয় করেন। উপজেলা কৃষি অফিসের সহায়তায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রিড বীজ বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এসব বীজ থেকে ২২০০ ট্রে চারা উৎপাদন করা হয়। চারাগুলো দিয়ে প্রায় ৪০ একর জমিতে যান্ত্রিকভাবে ধান রোপণ সম্ভব হবে। উপজেলা কৃষি অফিস এসব কৃষকদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করাসহ অন্যান্য ইউনিয়নেও যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণের জন্য কৃষকদেরকে সার্বিকভাবে উদ্বুদ্ধ করছে।

যান্ত্রিকভাবে ধান রোপণ অনুষ্ঠানে গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোহাম্মদ রিয়াজুর রহমান, কৃষি প্রকৌশলী মোক্তার হোসেন।

ইএইচ