হাটহাজারীতে ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৬:০৩ পিএম
হাটহাজারীতে ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা দক্ষিণ ছাত্রসেনার সভাপতি সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্ব ও উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি ওমর ফারুক ও উপজেলা দক্ষিণ ছাত্রসেনার সাধারণ সম্পাদক এইচ এম জমিরের যৌথ সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বাসস্ট্যান্ড থেকে একটি র‍্যালি বের হয়ে  বাজার ও কলেজ গেইট এলাকা প্রদক্ষিণ করে ফের বাসস্ট্যান্ড হয়ে আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (রহ.) এর মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী।

উদ্বোধকের বক্তব্য দেন- কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের আইন উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মোখতার আহম্মদ সিদ্দিকী।

প্রধান আলোচকের বক্তব্য দেন- কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রচার উপ-কমিটির সদস্য মাওলানা এনাম রেজা আল কাদেরী।

প্রধান বক্তার বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ- সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিয়া, এস এম মাহাবুল আলম, আলহাজ্ব আবুল হাশেম, মাওলানা মনিরুল রহমান খসরু, মাওলানা ইসহাক আনছারী, এম ছগির আহমদ, যুবনেতা মামুনুর রশিদ মামুন, সৈয়দ নেজাম উদ্দীন মেম্বার, নাছির উদ্দীন (রুবেল) হাসান রেজা আজীজি ও মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।

ইএইচ