তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সেমিনারটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
ইএইচ