মধুপুরে শাকিল’স কিচেন রেস্তোরাঁ উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১২:০২ এএম
মধুপুরে শাকিল’স কিচেন রেস্তোরাঁ উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে চোখ ধাঁধানো মনোমুগ্ধকর ডেকোরেশনে শাকিল’স কিচেনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মধুপুরের প্রাণকেন্দ্র জামালপুর রোডের ওয়াল্টন প্লাজার তৃতীয় তলায় মিয়াবাড়ী সুপার মার্কেটে এটি উদ্বোধন করা হয়।

কেক কাটার মধ্যদিয়ে শাকিল’স কিচেনের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহিদ, সদস্য আমিনুল ইসলামসহ সুধীমহল, ব্যবসায়ী ও অন্যান্য অতিথিরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন।

ইএইচ