মনপুরায় ‍‍`শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক‍‍`র পুরষ্কার পেলেন মহিলা কলেজের কানুলাল দে

মাসুদ পাটওয়ারী, মনপুরা (ভোলা) প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৪:২৭ পিএম
মনপুরায় ‍‍`শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক‍‍`র পুরষ্কার পেলেন মহিলা কলেজের কানুলাল দে

ভোলার মনপুরায় বিজ্ঞান মেলায় ‍‍`শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক‍‍`র পুরষ্কার পেলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের গনিত বিভাগের প্রভাষক কানুলাল দে। উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই পুরষ্কার দেয়া হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অংশগ্রহনকারি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক নির্বাচন করা হয়।

পরে সন্ধ্যায় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে অংশগ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থিরা উপস্থিত ছিলেন।

আরএস