বরিশালে স্কুল ছাত্রীর প্রাণ কেড়ে নিলো হলুদ অটোরিকশা

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৪:৩৩ পিএম
বরিশালে স্কুল ছাত্রীর প্রাণ কেড়ে নিলো হলুদ অটোরিকশা

বরিশালে প্রতিনিয়ত বাড়ছে অবৈধ ও বৈধ রিকশা। এই অটোরিকশা কেড়ে নিলো তাজা এক স্কুল ছাত্রীর প্রাণ। এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজ সংলগ্ন সড়কে।

ঘাতক আটো রিকশাটি জান্নাতুল মাওয়া নামে ১০ বছর বয়সের এক শিশু কেড়ে নিয়েছে প্রাণ। বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের মেয়ে। তারা বিএম কলেজ রোড এলাকার নিকট আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিল।

বেলা সাড়ে এগারোটার দিকে জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল।

এ সময় দ্রুতগতির একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাঁপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটো রিকশাটি জব্দ করেছে।

ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরএস