চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এম.পি, কারাবন্দি আওয়ামী লীগ নেতা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর ২ মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ( ২২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে পুলিশ নদভীকে হাজির করে আলাদা দুটি মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত দুই মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা এবং বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগে নদভীর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।
পুলিশের ভাষ্যমতে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালে লোহাগাড়ায় ছাত্র জনতার মিছিলে সরাসরি নদভীর নেতৃত্বে দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়।
এছাড়া গত বছর সাতকানিয়ায় বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নদভীর নির্দেশে হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা।
লোহাগাড়া ও সাতকানিয়ায় দায়ের হওয়া আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক এম পি আবু রেজা নদভীকে।
বিআরইউ