যশোরের ঝিকরগাছায় মাটি বহনকারী অনুমোদনহীন অবৈধ ট্রাক চাপায় পৃথকভাবে দুজন নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) আনুমানিক সকাল ৭:৪০ টার দিকে ঝিকরগাছার হাজিরবাগ গার্লস স্কুলের সামনে ও ঝিকরগাছার বাঁকড়া দরগাঙ্গায় আনুমানিক ৮:০০ টার দিকে একই এলাকায় দুজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭:৪০ মিনিটে ঝিকরগাছা থানাধীন বাঁকড়াহাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুলের সামনে ইট ভাটার মাটিবাহী দ্রুতগামী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বসতপুর গ্রামের সুধাংশু রায়ের ছেলে প্রান্ত রায় (২২) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত প্রান্ত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে তার নানা হরেন্দ্রনাথ এর বাড়িতে থেকে বাঁকড়া বাজারে স্বর্ণকারের কাজ শিখতেন। এছাড়াও এই ঘটনায় সুষ্মিতা রায়(১৫) নামের একটি মেয়ে আহত হয়েছেন।অপর দিকে বাঁকড়া টু খোঁরদো রোডে তাজুল মুন্সীর বাড়ির সামনে রাস্তার উপর ইট ভাটার মাটি বোঝাই ট্রাকের সাথে সাইকেলের সংঘর্ষে সাইকেল চালক সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের হানিফ সরদারের ছেলে হামিদুল ইসলাম (৬৫) মৃত্যু বরণ করেন। তিনি সাইকেল চালিয়ে ভাঙ্গাড়ী কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন ।
এ বিষয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মামুনুর রশীদ বলেন, নিহতের উভয় পরিবার অভিযোগ না করায় লাশ স্বজনদের কাছে হস্ততান্তর করা হয়েছে।
অন্যদিকে মাটি বহনকারী অনুমোদন হীন ট্রাক্টর এবং লাইসেন্স বিহীন ড্রাইভারদের বেপরোয়া গতিতে চালানো গাড়িতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রতিটি গ্রামে এসকল গাড়ি দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ আছে সকল গাড়ি গুলো স্থানীয় জনপ্রতিনিধি, নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে চলাচল করে। ফলে এদের কেউ কিছু বলেনা।
অনুমোদন হীন ইট ভাটায় নিয়মিত অবৈধভাবে চাষের জমির মাটি কেটে পরিবেশ বিপর্যয় ঘটালেও পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততায় ক্ষোভ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
বিআরইউ