তারুণ্যকে উদযাপন এবং স্বাস্থ্য পরিবেশ ও সামাজিক সচেতনতা বাড়াতে পিরোজপুরে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর বিশেষ আয়োজন হিসেবে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার উদ্যোগে র্যালিটি পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শিয়ালকাঠী চৌরাস্তা পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘপথ অতিক্রম করে।
তারুণ্যের উদ্দীপনা বাড়াতে এ র্যালিতে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
তার সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তারুণ্যের এই অদম্য শক্তিকে উৎসাহিত করে আমাদের নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবো।
ইএইচ