কুড়িগ্রামে জেন্ডার-সমতা ও জলবায়ু জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে সভার উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডা. আমিনুল ইসলাম।
সভায় সিনিয়র সাংবাদিক শফি খানের সভাপতিত্বে বক্তব্য দেন- অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, ব্র্যাক জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, ফ্রেন্ডশীপ`র আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, এএফএডি`র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ।
বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পটি কুড়িগ্রাম সদর উপজেলার পাচ্ছি ও যাত্রাপুর ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে।
ইএইচ