ভৈরব রেলওয়ে পুলিশ টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে। সে দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে অভিনব কায়দায় কালোবাজারিতে টিকিট বিক্রি করে আসছে।
গ্রেপ্তার হৃদয় নরসিংদীর সদরের মানিক মিয়ার পুত্র বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে চট্টগ্রামগামী ট্রেনের ৩৩টি আসনের ১২টি টিকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহেমদ বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিকালে জেলহাজতে প্রেরণ করা হবে।
ইএইচ