ফেনীতে দুই শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

ফেনী প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:১০ পিএম
ফেনীতে দুই শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদকে অবসরজনিত বিদায় ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগমকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুুপুরে শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।

সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণির সভাপতিত্বে ও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজি উল্যাহর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদ উদ্দীন আহাম্মদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল মোতালেব ও বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সহধর্মিণী লিনা আহমেদ।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বিজয়সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ রেদওয়ান, কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ও গোহাডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুর রহমান ভূইয়া ও ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা নাসরিন।

শেষে ফুল দিয়ে দুই শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা জানান সদর উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষকরা।

বিআরইউ