মারিশ্যা জোনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:১১ পিএম
মারিশ্যা জোনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি) মারিশ্যা জোন কর্তৃক ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষাসামগ্রী বিতরণে মারিশ্যা জোন কমান্ডার এর দিক নির্দেশনায় (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় জোন কমান্ডার বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।

ইএইচ