নাছির উদ্দিন ফাউন্ডেশনের ঘর পেলেন ৫৮ পরিবার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম
নাছির উদ্দিন ফাউন্ডেশনের ঘর পেলেন ৫৮ পরিবার

কুমিল্লার লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের ঘর পেয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮টি অসহায় পরিবার।

বুধবার লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্নস্থানে ঘরের টিনসহ মালামালগুলো বিতরণ করা হয় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, সকল ভালো কাজের পাশে আমি থাকতে পছন্দ করি।আজকের এ আয়োজনে ব্যক্তিগতভাবে আমি অভিভূত। বন্যায় ঘর হারিয়ে লাকসামে এখনো অনেক অসহায় মানুষ বিভিন্ন স্থানে, বিভিন্নভাবে আশ্রয় নিয়ে জীবনযাপন করছেন। সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এরকম ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নাছির উদ্দীন মজুমদার।

এ সময় তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন থেকে লাকসাম-মনোহরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করে আসছি। বন্যা পরবর্তী সময়ে আমরা নাছির উদ্দিন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটিয়ে সংস্থাটির মাধ্যমে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের সকল মানুষকে নিয়ে ভালো থাকার মাঝে আত্মতৃপ্তি রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক গোলাম ফারুক, নাছির উদ্দীন ফাউন্ডেশনের সহ সভাপতি ও হেফাজতে ইসলাম লাকসাম উপজেলার সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, ফাউন্ডেশনের মহাসচিব ও লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সমাজ সেবক বিশ্বতম সাহা প্রমুখ।

ওইদিন লাকসাম উপজেলার দোখাইয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ২০টি পরিবারের মাঝে এরপর ক্রমান্বয়ে মেল্লা, আঙ্গারিয়া, গোবিন্দপুর গ্রামে ও লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫৮টি পরিবারের মাঝে ঘরের টিনসহ মালামাল হস্তান্তর করা হয়।

ইএইচ