তারুণ্যের উৎসবে মাদারীপুরে ফুটবল টুর্নামেন্ট

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৬:৪৮ পিএম
তারুণ্যের উৎসবে মাদারীপুরে ফুটবল টুর্নামেন্ট

মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বুধবার বিকাল থেকে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।

বুধবার বিকালে মাদারীপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোছা. ইয়াসমিন আক্তার।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার সমির বাইনসহ গণ্যমান্যরা।

এ টুর্নামেন্টে জেলার মোট ৬টি দল অংশগ্রহণ করছেন।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে মাদারীপুর সদর, শিবচর, রাজৈর, কালকিনি, ডাসার উপজেলা ও মাদারীপুর পৌরসভা।

প্রথম দিনে মাদারীপুর পৌরসভা ও ডাসার উপজেলা বালিকাদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাদারীপুর পৌরসভা ২-০ গোলে ডাসার উপজেলা বালিকাদের পরাজিত করে। খেলায় ঈশা ইসলাম ও আদিবা আক্তার ১টি করে গোল করেন।

দ্বিতীয় খেলায় ডাসার উপজেলা বনাম শিবচর উপজেলা বালকদের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলা ২-০ গোলে ডাসারকে পরাজিত করে। খেলায় প্রথম গোলটি আত্মঘাতী হয়। পরে মোহাম্মদ ইয়াসিন শিবচরের পক্ষে ১টি গোল করেন।

দুটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুসফিক নবীন, ত্রিনাথ দাস, আফজাল মানিক। আগামী ২৫ জানুয়ারি শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে।

ইএইচ