চাটখিল থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:০৬ পিএম
চাটখিল থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধার

নোয়াখালীর চাটখিল থানা থেকে গত ৫ আগস্টে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার চাটখিল থানা বাউন্ডারির ভেতরে মসজিদের পুকুর থেকে চাইনিজ রাইফেলটি উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, থানায় কর্মরত এএসআই বাছির উদ্দিন ও এএসআই আব্দুল আলিম গোপন সূত্রের ভিত্তিতে থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেল উদ্ধার করে। লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত চলমান রয়েছে।

ইএইচ