বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘রাজনৈতিক কারণে মুসলমানরা ধর্মনিরপেক্ষ হতে পারে না। তাই আগামীতে বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। আর সেই আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করবে মুসলিম ভাইয়েরা।’
বৃহস্পতিবার বিকালে যশোরের অভয়নগরে মাদরাসা ইহইয়াউল উলুম আল ইসলামিয়ার আয়োজনে দরসে বুখারী, দস্তরে ফযীলত ও দোয়া মাহিফলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘দেশের ৯০ শতাংশ মুসলমান ইসলামি আদর্শ নিয়ে চলতে চায়। তার প্রমাণ গত ৫ আগস্ট বিপ্লবে মূর্তি ভেঙে বুঝিয়ে দিয়েছে দেশের জনতা। সুতরাং সেই একই পথে দেশ চলতে পারে না। তাই বাংলাদেশ চলবে ইসলাম অনুযায়ী। কুরআন হবে আমাদের সংবিধান।’
তিনি ধর্মনিরপেক্ষতার বিষয়ে বলেন, ‘হাসিনা ও তার সহযোগীরা যেমন পালিয়ে ধর্মনিরপেক্ষ দেশে চলে গিয়েছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সুরে তাল মিলিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলছে। ধর্মনিরপেক্ষতা নয়, ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ। যাদের সমস্যা মনে হবে তারাও হাসিনার মত চলে যেতে পারেন। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে।’
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুল হক।
হেফাজতে ইসলাম অভয়নগর শাখার সভাপতি হাফেজ মাওলানা গোলাম মওলার সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম অভয়নগর শাখার সাধারণ সম্পাদক ও মাদরাসা ইহইয়াউল উলুম আল ইসলামীয়ার মুদির মাওলানা মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুফতী শহীদুল ইসলাম কাসেমী।
ইএইচ