কিশোরগঞ্জে ইসলামি আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৮:১৬ পিএম
কিশোরগঞ্জে ইসলামি আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি এ বি এম ইমদাদুল্লাহ’র সভাপতিত্বে সেক্রেটারি সাদিকুর রহমান সাদিকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

এতে আরও উপস্থিত ছিলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ   কিশোরগঞ্জ সদর শাখার সহ-সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক ক্বারি সালাহ উদ্দিন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সদর উপজেলার ১১টি ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য দলীয় নেতাকর্মীদের কাছে কম্বল হস্তান্তর করা হয়।
ইএইচ