ফেনীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৯:১৬ পিএম
ফেনীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফেনীতে উৎসবমুখর পরিবেশে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার শহরের ভাষা শহিদ আব্দুস সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ আয়োজন হয়।

টুর্নামেন্টে ফেনী সদর উপজেলা, ফেনী পৌরসভা, সোনাগাজী, দাগনভ‚ঞা, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা দল অংশ নেয়।

উদ্বোধনী খেলায় ফেনী সদরকে হারিয়ে ফেনী পৌরসভা শুভসূচনা করে।

ইএইচ