দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ, (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১১:৫২ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার  (২৪ জানুয়ারি) রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। একপর্যায়ে রাত  ১টায় ৩০ মিনিটে সময়  নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। শুক্রবার  সকাল ১০ টা ৪০মিনিটের সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক আলিম দায়ান  জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে শুক্রবার  রাত সাড়ে ১টা ৩০ এর সময়  থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

ঘন কুয়াশা কমে যাওয়ায় সকাল ১০ টা ৪০ মিনিটের সময়  পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।  ৯ ঘণ্টা ফেরি  বন্ধ  থাকায় প্রায় ৪ শতাধিক   যানবাহন আটকা পড়ে। এ রুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি। ঘন কুয়াশা কেটে  গেলে  পুনরায় ফেরি চলাচল  স্বাভাবিক করা হয়।

বিআরইউ