কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে গচিহাটা রোডে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সারে ৩ টায় পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহরে গচিহাটা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, বিদ্যুৎ শর্টসার্কিটে থেকে মরহুম জালাল উদ্দিন দোকান সোনালী স্টোরে থেকে মুহূর্তেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে দুইটি মনোহরি, তিনটি মোবাইল, একটি স্বর্ণের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
সোনালী স্টোরে মালিক আলমগীর জানান, তাঁর দোকানে নগদ টাকাসহ ৬০ লাখ টাকার ওপরে মালামাল ছিল।
আরেক ব্যবসায়ী সেলিম মিয়ার দাবি, তাঁর দোকানে দুই লাখ টাকা নগদসহ অর্ধকোটি টাকার ওপরের মোবাইল স্টেশনারি সামগ্রী ছিল। মোট ছয়টি দোকান মালিকের প্রায় দুই কোটি টাকার ওপরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা শাজাহান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিশোরগঞ্জ সদর ,পাকুন্দিয়া কটিয়াদী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নেভানো শুরু করেন। এতে তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিষয়টা তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
বিআরইউ