রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০২:৫৮ পিএম
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল মন্ডল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে।

এ সময় একই ইউনিয়নের চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল মণ্ডলের ছেলে রনি মন্ডল (১৭) ও দড়িপাট্টা গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে ইমরান মন্ডল (১৭) আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বন্ধুরা মিলে ২টি মোটরসাইকেলে হাবাসপুরের দিকে যাচ্ছিল। উদয়পুর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উদয়পুর পুরাতন মসজিদের সামনে শফিকের পরিত্যক্ত দোকানের খুঁটির সাথে ও পরে পাশে থাকা একটি বেলগাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় চালক রাসেল মন্ডল ও মোটরসাইকেলে থাকা অপর ২ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতদের মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রনির অবস্থার অবনতি হলে তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ফরিদপুর নেয়ার সময় পথেই রাসেলের মৃত্যু হয়। বর্তমানে রনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইমরান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এতে ৩ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জন ফরিপুরে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।

ইএইচ