জয়পুরহাটে ৬ দিনব্যাপী টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:১৯ পিএম
জয়পুরহাটে ৬ দিনব্যাপী টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫১ দিনব্যাপী তারুণ্য উৎসব পালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মাঠে ৬ দিনব্যাপী জেলা পর্যায়ে অ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, তৃপ্তি কণা মন্ডল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ভূমি কর্মকর্তা রাজিব কুমার বিশ্বাস, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, ভূমি কর্মকর্তা বেলায়েত হোসেন,  আক্কেলপুর উপজেলা ভূমি কর্মকর্তা  মুনিরা সুলতানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, ‘জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা পর্যাপ্ত সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পান না। এজন্য জেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ফুটবল খেলায় ০-১ গোলে কালাই উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আক্কেলপুর উপজেলা।

কাবাডি খেলায় পাঁচবিবি উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট সদর উপজেলা।

ইএইচ