তজুমদ্দিনে একরাতে ৬ বাড়িতে চুরি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:৫২ পিএম
তজুমদ্দিনে একরাতে ৬ বাড়িতে চুরি

ভোলার তজুমদ্দিনে একরাতে ছয়টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো গ্রামে।

জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে ৯নং ওয়ার্ডের ফকির বাড়ির আক্তার ব্যাপারীর বসত ঘরের সিধঁ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোর চক্র। এ সময় চোর চক্র ড্রয়ার ও আলমিরা ভেঙে আক্তার ব্যাপারীর ধান বিক্রির দুই লাখ বিশ হাজার টাকা ও প্রায় দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলে জানান আক্তার ব্যাপারী।

ওই রাতে একই বাড়ির কৃষক মুনাফের ঘরেও চুরির ঘটনা ঘটে। চোররা মুনাফের ঘরে রাখা পাঁচ হাজার টাকা ও প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়।

এছাড়া ও একই রাতে ওয়ার্ডের হাওলাদার বাড়ির ইয়াছিনের, সওদাগর বাড়ির লাল মিয়ার, ফরাজী বাড়ির নসু ফরাজীর এবং বেড়ির পাড়ের মহিউদ্দিনের দোকানে হানা দিয়ে টাকা, স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় চোর চক্র।

চুরির ঘটনায় তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্তার ব্যাপারী।

ইএইচ