শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহ্বায়ক মোমিন খন্দকার ডালিম, পৌর মহিলা দলের সভাপতি নাজমা খানম রুপালি, সদর উপজেলার সভাপতি মাজেদা বেগম, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বাবু প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইএইচ