ড. ফরিদুজ্জামান ফরহাদ

বিএনপি আমাদের ভাই আমরা মিলেমিশে থাকবো

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৬:৫১ পিএম
বিএনপি আমাদের ভাই আমরা মিলেমিশে থাকবো

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় লোহাগড়া পৌর কার্যালয়ে এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- এনপিপি উপদেষ্টা কমিটির সদস্য কাজী শওকত আলী, মো. নজরুল ইসলাম এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন,  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,  এনপিপি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মুক্ত, এনপিপি নেতা মো. বদিয়ার রহমান, কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, রিজাউল করিম রিজু, ফতেমা বেগম, আফসানা মিম, ফিরোজ আহম্মেদ, জালাল আলী, শাহাদত শিকদার প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ মার্কার প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা নড়াইল-২ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক জিয়াকে উপহার হিসেবে দিতে চাই‍‍`। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাদের ভাই, আমরা সকলে মিলেমিশে কাজ করবো।

মতবিনিময় সভা শেষে জাতীয় পার্টি (কাদের) লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন চঞ্চলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এনপিপিতে যোগদান করেন।

এ সময় প্রধান অতিথি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

ইএইচ