খুলনা বিভাগীয় সেরা ওসি হলেন শেহাবুর রহমান

যশোর ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৮:১৩ পিএম
খুলনা বিভাগীয় সেরা ওসি হলেন শেহাবুর রহমান

আইনশৃঙ্খলায় বিশেষ ভূমিকা রাখায় খুলনা রেঞ্জের বিভাগীয় সেরা অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন যশোরের সাবেক এসআই ও বর্তমান কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেহাবুর রহমান শেহাব।

বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে ডিসেম্বর-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ওসি শেহাবুর রহমানকে এ সম্মাননা প্রদান করা হয়।

পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি।

ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে কুষ্টিয়া মডেল থানাকে নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমান।

এ সময় খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট, পিবিআইর পুলিশ সুপার ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওসি মো. শেহাবুর রহমান যশোরে বিভিন্ন থানায় সুনামের সাথে তার চাকরি করেছেন। তিনি সাতক্ষীরা জেলা শহরের বাসিন্দা।

ইএইচ