নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা কমিটির সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০২:৩৯ পিএম
নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা কমিটির সভা

ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় কোরআন তেলওয়াত করেন ফোরামের যুগ্ম সচিব এইচএম এমদাদুল হক।

সভায় নাগরিকদের অধিকার আদায়সহ জুয়া-মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ কর্মকাণ্ড দমনের মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নান্দাইল গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিশদ আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন- নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, মাওলানা কাজী শামছ উদ্দিন, গোলাম হায়দার খান ফয়সাল, মোহাম্মদ মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, এনামুল কাদির, আবু তাহের সাগর, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ আবুল হাছনাত মোহাম্মদ এনামুল হক, উপাধ্যক্ষ আব্দুস সালাম, মাওলানা আমরুল্লাহ, আ. খালেক, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা তাবারক হোসেন, সুপার মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

ইএইচ