মির্জাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়কে দুর্বৃত্তয়ান থেকে রক্ষার দাবিতে প্রতিবাদ সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:০২ পিএম
মির্জাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়কে দুর্বৃত্তয়ান থেকে রক্ষার দাবিতে প্রতিবাদ সভা

পটুয়াখালীর মির্জগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে দুর্বৃত্তয়ান থেকে বিদ্যালয় রক্ষা ও এডহক কমিটিতে ইউনিয়ন বিএনপির দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষরিত চিঠিতে আওয়ামী লীগের এক নেতাকে পুনর্বাসন করার চেষ্টার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপির (একাংশ) এ প্রতিবাদ সভার আয়োজন করে।

অনুষ্ঠিত‎ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাকড়াবুনিয়ায়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চান শরীফ মৃধা।

এ সময় মধ্যে বক্তব্য দেন- কাকড়াবুনিয়ায়া ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুল গফফার মাস্টার, কাকড়াবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. শাহজাহান মিয়া, সমাজ সেবক মাওলানা মো.  হারুন অর রশিদ, বিএনপি নেতা মো. আবদুল রশিদ হাওলাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ