ইটনায় আগুনে পুড়ে তিনটি গবাদি পশুর মৃত্যু

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৪:৫৯ পিএম
ইটনায় আগুনে পুড়ে তিনটি গবাদি পশুর মৃত্যু

হাওড় অঞ্চলে ইটনার পল্লীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গরুর ঘরে আগুন লেগে তিনটি গবাদি পশু দগ্ধ হয়ে মারা গেছে।

এ ঘটনায় অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন নেভানোর সময় আলেহা (৫০) ও রেহান মিয়া (২০) নামের দুইজন আহত হয়েছে।

আহতদেরকে চিকিৎসার জন্য ইটনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত ১টার দিকে ইটনার পল্লী পূর্বগ্রাম মোল্লা পাড়ার কৃষক সাবাজ মিয়ার বাড়িতে।

প্রতিবেশীরা জানায়, ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আগুন লাগার খবর দিলে দ্রুত এসে পানি ঢেলে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের পরিচালক মুশফিকুর রহমান বলেন, রাত ১টার দিকে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়।

ইএইচ