দেলদুয়ারে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৫:২৫ পিএম
দেলদুয়ারে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

টাঙ্গাইলের দেলদুয়ারে ডা. আনিস খান আই কেয়ারের পৃষ্ঠপোষকতায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল বাজারস্থ জননী ক্লিনিকে নাগরপুর উপজেলা সদরে অবস্থিত ডা. আনিস খান আই কেয়ারের সৌজন্যে প্রায় ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ, চশমা ও নামমাত্র খরচে চোখের ছানি অপারেশনসহ চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আনিসুর খান আই কেয়ারের স্বত্বাধিকারী ডা. আনিসুর রহমান খানসহ ৩জন ডিপ্লোমা চিকিৎসক।

সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবা ক্যাম্পিংয়ের সহযোগী জননী ক্লিনিকের পরিচালক মোফাজ্জল হোসেন রিপন জানান, এভাবে এতগুলো লোকের চক্ষু চিকিৎসা সেবা ওষুধ ও চশমা প্রদান ইতিপূর্বে আমাদের এলাকায় হয়নি। ডাক্তার আনিসুর রহমান এর সংশ্লিষ্টতায় ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা দিব।

ডা. আনিসুর রহমান খান জানান, দেলদুয়ার ও নাগরপুরের প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে এ সেবা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মহন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খা, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বিএনপি‍‍`র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ