কুড়িগ্রামের রাজারহাটে অসহায় দুস্থ মেহনতি শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে আইডিয়াল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহিদ রাউফুন বসুনিয়া পাঠাগারের উদ্যোগে রূপালী ব্যাংক পিএসসির সৌজন্যে শীতবস্ত্র কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক কুড়িগ্রাম শাখার সিনিয়র অফিসার মো. সাজু সরকার।
আরও উপস্থিত ছিলেন, আইডিয়াল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলাম, শহিদ রাউফুন বসুনিয়া পাঠাগারের সমন্বয়ক ও শিক্ষক আবুল হাসনাত কানন, আইডিয়াল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আহসান হাবিব সুমন, খোকন রায়, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বাদশা মিঞা প্রমুখ।
ইএইচ