নওগাঁর পত্নীতলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বাবু।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নওগাঁ জেলা শাখার সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুর সভাপতিত্বে এ সময় প্রধান বক্তার বক্তব্য দেন- নওগাঁ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম.আর মোস্তফা, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সবুর খাঁন, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার, মৌ আক্তার প্রমুখ।
ইএইচ